কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ইতালি
জার্মানি
জাপান
চীন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ব্যাখ্যা: বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা 'ফ্যাটম্যান' ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষিপ্ত হয়।
Related Question
শিল্পবিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?
ইংল্যান্ড
জার্মানি
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা দেয়?
জর্ডান
সৌদি আরব
কুয়েত
ইরাক
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ইতালি
জাপান
ইরাক
আর্জন্টিনা