সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ফ্যাদোমিটার

জাইরো কম্পাস

সাবমেরিন

এনিওমিটার


Description (বিবরণ) :

প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ব্যাখ্যা: পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার। এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভরশীল। ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনির সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়। জাইরোস্কোপের দিকদর্শী ধর্মকে ব্যবহার করে জাইরো কম্পাস তৈরি করা হয়েছে। জাহাজের দিক নির্ণয় ও সমরক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এবং সাবমেরিন হচ্ছে সামরিক ডুবোজাহাজ।


Related Question

কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

প্রতিফলন

প্রতিধ্বনি

প্রতিসরণ

প্রতিসরঙ্ক

সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম-

ফ্যাদোমিটার

ব্যারোমিটার

ট্যাকোমিটার

ভিক্টোমিটার

সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ফ্যাদোমিটার

জাইরো কম্পাস

সাবমেরিন

এনিওমিটার