ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

দেশী

বিদেশী

তৎসম

তদ্ভব


Description (বিবরণ) :

প্রশ্ন: ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

ব্যাখ্যা: যে বিধান বা নিয়ম অনুসরণে তৎসম বা সংস্কৃত শব্দে 'ণ (মূর্ধন্য - ণ) ও 'ন' (দন্ত্য - ন) এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে ণত্ব বিধান হলো। উল্লেখ্য , খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ণ হয় না। যেমন - কান, সোনা, কুরআন ,গভর্নর ,ইরান ইত্যাদি।