কোন্ বানানটি শুদ্ধ?

ইতিমধ্যে

ইতীমধ্যে

ইতমধ্যে

ইতোমধ্যে


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন্ বানানটি শুদ্ধ?

ব্যাখ্যা:

বিসর্গযুক্ত অ - ধ্বনির পর বর্গের ৩য়/৪র্থ/৫ম বর্ণ থাকলে বিসর্গযুক্ত অ - ধ্বনি হয়। যেমন - ইতোমধ্যে = ইতঃ + মধ্যে। মনোমোহন = মনঃ + মোহন।


Related Question

‘তেলেভাজা’ কোন্ সমান?

বহুব্রীহি

দ্বন্দ্ব

কর্মধারয়

তৎপুরুষ

’কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এ উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা?

কাজী নজরুল ইসলাম

সুকান্ত ভট্টাচার্য

বিদ্যাপতি

রবীন্দ্রনাথ ঠাকুর

’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান?

রংপুর

দিনাজপুর

ময়মনসিংহ

বরিশাল