সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ?

তত+হিত

তৎ+ধিত

তৎ+হৃত

তৎ+হিত


Description (বিবরণ) :

প্রশ্ন: সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক ?

ব্যাখ্যা:

ব্যঞ্জনসন্ধিতে ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ধ হয়। অর্থাৎ ত্ + হ = দ্ + ধ = দ্ধ। যেমন - উৎ + হার = উদ্ধার, তৎ + হিত = তদ্ধিত। দ্ + হ = ত্ + ধ = দ্ধ; যেমন - পদ্ + হতি = পদ্ধতি।


Related Question

দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

দুঃ + লোক

দিব্‌ + লোক

দ্বি + লোক

দ্বিঃ + লোক

বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ -----

বাগ + অম্বর

বাগ + আড়ম্বর

বাক্‌ + অম্বর

বাক্‌ + আড়ম্বর

'ক্ষুধার্ত' এর সন্ধি-বিচ্ছেদ -

খুঁৎ+ আর্ত

ক্ষুধা + আর্ত

ক্ষুধা + ঋত

ক্ষুধ + আর্ত

‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

চতুর+পদ

চতুর্ষ+পদ

চতু+ পদ

চতুঃ+পদ

’উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

উৎ+নীতি

উৎ+নত

উন্নী+ত

উন+নত

‘মনীষা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-

মন্ + ঈষা

মনস্ + ঈষা

মনস্ + ইষা

মন + ইষা