জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?

৩২০ একর

২১৫ একর

১৮৫ একর

১২২ একর


Description (বিবরণ) :

প্রশ্ন: জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?

ব্যাখ্যা: ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৬২ সালে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান। ১৯৮২ সালের প্রথমদিকে ভবনটির কাজ সম্পন্ন হয় এবং একই বছর ২৮ জানুয়ারি বিচারপতি আব্দুস সাত্তার এর উদ্ধোধন করেন। ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।


Related Question

বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন --

লুই আইকান

এফ আর খান

মোহাম্মদ আইয়ুব খান

সৈয়দ মাইনুল হোসেন

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?

২৮ জানুয়ারি, ১৯৮০

২৮ জানুয়ারি , ১৯৮২

২৮ জানুয়ারি , ১৯৮৪

২৯ জানুয়ারি , ১৯৮৪

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ফ্রাঙ্ক লয়েড রাইট

লুই আই কান

ফ্রাঙ্ক গ্যারী

ফজলুর রহমান খান

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

মইনুল হোসেন

লুই আই কান

হামিদুর রহমান

নিতুন কুন্ডু