সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?

গাম্বিয়া

শ্রীলংকা

পাকিস্তান

ভারত


Description (বিবরণ) :

প্রশ্ন: সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?

ব্যাখ্যা: ১৯৪৯ সালে ২৮ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েলথ আত্মপ্রকাশ করে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর ফিজিতে সামরিক অভ্যুত্থানের জন্য অস্থায়ীভাবে দ্বিতীয়ভাবারের মতো দেশটির সদস্য পদ স্থগিত করা হয়। ১ সেপ্টম্বর ২০০৯ সম্পূর্ণরুপে সদস্যপদ স্থগিত করা হয়। ৬ জুন ২০০০ ফিজির সদস্যপদ প্রথম স্থগিত করা হয় যা প্রত্যাহার হয় ২০ ডিসেম্বর ২০০১। কমনওয়েলথ থেকে অন্য যে দেশগুলোর সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার করা হয় - নাইজেরিয়া স্থগিত ১১ নভেম্বর ১৯৯৫ (প্রত্যাহার ২৯ মে ১৯৯৯) পাকিস্তান ১৮ অক্টোবর ১৯৯৯ (প্রত্যাহার ৭ ডিসেম্বর ২০০৩), পাকিস্তান ২২ নভেম্বর ২০০৭ (প্রত্যাহার ২২ মে ২০০৮)। উল্লেখ্য, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করায় পাকিস্তান ১৯৭২ সালে সদস্য পদ ত্যাগ করে এবং ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। তবে, সর্বশেষ সদস্যপদ প্রত্যাহার বা ত্যাগকারী দেশ হলো গাম্বিয়া (প্রত্যাহার ৩ অক্টোবর ২০১৩)।


Related Question

বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?

পঞ্চগড়

রাজশাহী

ময়মনসিংহ

সিরাজগঞ্জ

সম্প্রতি কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?

ইংল্যান্ড

নরওয়ে

লিথুয়ানিয়া

লিবিয়া

কোনটিই নয়