'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?

জীবনানন্দ দাশ

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

গিরিশচন্দ্র সেন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?

ব্যাখ্যা:

অলোচ্য কবিতাংশটুকু জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' কবিতার অংশ। কবিতাটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্হ 'রূপসী বাংলার' অন্তর্গত।


Related Question

'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'-- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে?

কাজী নজরুল ইসলাম

প্রেমেন্দ্র মিত্র

বুদ্ধদেব বসু

জীবনানন্দ দাশ

'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - কোন কবির কবিতা থেকে নেয়া ?

রবীন্দ্রনাথ ঠাকুর

মাইকেল মধুসূদন দত্ত

জীবনানন্দ দাশ

সুনীল গঙ্গোপাধ্যায়

গিরিশ চন্দ্র সেন

”আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”--- পংক্তিটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনানন্দ দাশ

কাজী নজরুল ইসলাম

জসীমউদ্‌দীন

'আবার আসিব ফিরে' - কবিতাটি কার লেখা?

জসীম উদ্দীন

অতুল সেন

আহসান হাবীব

কোনোটিই নয়

আবার আসিব ফিরে ‘ কবিতাটি কোন কাব্যগন্থ থেকে নেয়া হয়েছে/

ধূসর পান্ডুলিপি

রূপসী বাংলা

ঝরাপালক

বনলতা সেন