কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

১৯৯৫

১৯৯৪

১৯৯৩

১৯৯২


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?

ব্যাখ্যা:

বাবরি মসজিদ ১৯৯২ সালে ভাঙ্গা হয় ।

বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের, ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। বিশ্বাস করা হয়, বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান। এই বিষয়টি নিয়ে আঠারো শতক থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে, যা অযোদ্ধা বিবাদ নামে পরিচিত মসজিদের অভিলিখন থেকে জানা যায়, মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি ১৫২৮২৯ সাল - এ মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিশদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা এই মসজিদ আক্রমণ করে এবং গুড়িয়ে দেয় যার ফলে পুরো ভারত জুড়েই দাঙ্গা ছড়িয়ে পড়ে এই দাঙ্গা পুরো ভারতজুড়ে প্রায় ২০০০ মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম

Normal 0 false false false EN - US X - NONE X - NONE