মেঘনাদ বধ কাব্যের রচনা কাল ----
১৮৬১
১৮৬৫
১৮৬০
১৮৭৩
Description (বিবরণ) :
প্রশ্ন: মেঘনাদ বধ কাব্যের রচনা কাল ----
ব্যাখ্যা:
মেঘনাদবধ কাব্য'র রচনাকাল জুন ১৮৬১ সাল এবং প্রকাশকালও একই সাল।
সংস্কৃত কবি বাল্মিকীর 'রামায়ণ' অবলম্বনে এ অমর কাব্যের সৃষ্টি করেন মাইকেল মধুসূদন দত্ত।
এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো - রাবণ, মেঘনাদ, রাম ইত্যাদি।
Related Question
মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
১৫টি
৮টি
১২টি
৯টি
মধুসুদন দত্তের 'মেঘনাদ বধ' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
বীর রস
করুন রস
দাস্য রস
শান্ত রস
কোনটিই নয়