মেঘনাদ বধ কাব্যের রচনা কাল ----

১৮৬১

১৮৬৫

১৮৬০

১৮৭৩


Description (বিবরণ) :

প্রশ্ন: মেঘনাদ বধ কাব্যের রচনা কাল ----

ব্যাখ্যা:

মেঘনাদবধ কাব্য'র রচনাকাল জুন ১৮৬১ সাল এবং প্রকাশকালও একই সাল।

সংস্কৃত কবি বাল্মিকীর 'রামায়ণ' অবলম্বনে এ অমর কাব্যের সৃষ্টি করেন মাইকেল মধুসূদন দত্ত।

এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো - রাবণ, মেঘনাদ, রাম ইত্যাদি।