রামায়ণের রচয়িতা কে?

বেদব্যাস

বাল্মিকী

বশিষ্ঠ

বিশ্বামিত্র


Description (বিবরণ) :

প্রশ্ন: রামায়ণের রচয়িতা কে?

ব্যাখ্যা:

হিন্দুদের জাতীয় মহাকাব্য "রামায়ণ'র মূল রচয়িতা বাল্মিকী।

এটি সংস্কৃত ভাষায় রচিত আদি মহাকাব্য।

এটিকে জাত মহাকাব্য হিসেবে অভিহিত করা হয়।

বাল্মিকীর মূল নাম দস্যু রত্নাকর।

বাল্মিকী মানে হলো - উইপোকা।


Related Question

রামায়ণের অনুবাদক নয় কে?

কবীন্দ্র পরমেশ্বর

কৃত্তিবাস

নিত্যানন্দ আচার্য

চন্দ্রাবতী

রামায়ণের রচয়িতা ---

রত্নাকর দস্যু

কবীন্ত্র পরমেশ্বর

কৃত্তিবাস ওজা

মাগন ঠাকুর