'পাঞ্জেরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
মুক্তক
Description (বিবরণ) :
প্রশ্ন: 'পাঞ্জেরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
ব্যাখ্যা:
মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে।
Related Question
'পাঞ্জেরী' কবিতাটি কার রচিত?
কায়কোবাদ
কাজী নজরুল ইসলাম
ইবরাহিম খাঁ
ফররুখ আহমেদ
আল মাহমুদ
’পাঞ্জেরী’ কবিতাটি কে লিখেছেন?
নজরুল ইসলাম
ফররুখ আহমদ
রফিক আজাদ
আল মাহমুদ
’ পাঞ্জেরী’ শব্দের অর্থ কী?
সমুদ্র
অন্ধকার
আলোকবর্তিতা
ভাগ্য