কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?

উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্রগুপ্ত

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু

উইলিয়াম কেরি ও রামরাম বসু

রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?

ব্যাখ্যা:

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পন্ডিত।

১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরি 'কথোপকথন'(১৮০১), ইতিহাসমালা (১৮১২), মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বত্রিশ সিংহাস, হিতোপদেশ, রাজাবলি (১৮০৮), রামরাম বসু, লিপিমালা(১৮০২) গ্রন্থ লিখেছেন ।


Related Question

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চাল না চুলো, ঢেঁকী না কুলো

সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বোঝার উপর, শাকের আঁটি

শুদ্ধ বাক্য কোনটি?

দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

দুর্বলবশত অনাথা বসে পড়ল

কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

পাকা পাকা আম

ছি ছি কি করছ

নরম নরম হাত

উড়ু উড়ু মন

কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

যত গর্জে তত বৃষ্টি হয় না

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

নাচতে না জানলে উঠোন ভাঙ্গা

যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়