পথিক তুমি পত হারাইয়াছ - এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?
কাপালকুণ্ডলা
বিষবক্ষ
দেবী চৌধুরাণী
কৃষ্ণকান্তের উইল
Description (বিবরণ) :
প্রশ্ন: পথিক তুমি পত হারাইয়াছ - এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?
ব্যাখ্যা:
'পথিক তুমি পথ হারাইয়াছ' এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা গ্রন্থের উক্তি।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে নায়িকা কপালকুণ্ডলা উক্তিটি করে।
Related Question
'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
বষ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
নাটক
কাব্য
আত্মজৈবনিক উপন্যাস
গীতি কবিতার সংকলন
আধুনি বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃত কে?
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
মীর মোশারফ হোসেন
আকরাম খাঁ
'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা?
মীর মশাররফ হোসেন
শাহাদাৎ হোসেন
ফররুখ আহমদ
প্রমথ চৌধুরী
'পথিক তুমি পথ হারাইয়াছ' - কে কাকে বলেছিল?
সীমার হোসেন (রা) কে
আলেয়া সিরাজকে
কপালকুন্ডলা নবকুমারকে
ওপরের কোনোটিই নয়
"রে পথিক ! রে পাষাণ হৃদয়! কি লোভে এতো ত্রন্তে দৌঁড়িতেছে ?কি আশায় খন্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায়! ও খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি? " উদ্বৃতাংশটুকু কোন গ্রন্থের ?
রাজসিংহ
পুরুবিক্রম
নবাব সিরাজ-উদ -দ্দৌলা
বিষাদ -সিন্ধু