১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছে আছে।সর্বমোট কতটি গাছ আছে?
৬৮টি
৪৮টি
১৬৪টি
কোনটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ১টি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছে আছে।সর্বমোট কতটি গাছ আছে?
ব্যাখ্যা:
১৬ টি জাতের ১/৪ অংশ = ৪ টি জাত এবং
১৬ টি জাতের ৩/৪ আংশ = ১২টি জাতের প্রতিটির জন্য
৫ টি করে মোট গাছ সংখ্যা = ৪×৫ = ২০টি
আবার, ১২ টি জাতির প্রতিটির জন্য চারটি করে মোট আয়াত সংখ্যা = ১২×৪ = ৪৮টি
সর্বমোট গাছ সংখ্যা = (২০ + ৪৮) টি
= ৬৮ টি ।
Related Question
মাত্র ১টি সংসদীয় আসন ---
লক্ষ্মীপুর জেলায়
মেহেরপুর জেলায়
ঝালকাঠী জেলায়
রাঙামাটি জেলায়
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চার বাকি আংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
৫ ঘন্টা ২০ মিনিট
৪ ঘন্টা ৪০ মিনিট
৪ ঘন্টা ২০ মিনিট
কোনটিই নয়
২টি ভগ্নাংশের গুনফল ১৫/২৮ । এদের ১টি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
২/৩
১/৩
৩/৪
১/৪
পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি । বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭কেজি। খালি বালতির ওজন কত?
৫ কেজি
৭ কেজি
২ কেজি
১ কেজি
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
১৫০০ টাকা
২০০০ টাকা
২৫০০ টাকা
৩০০০ টাকা