আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে ---
৪৫ ডিগ্রী
৬০ ডিগ্রী
৮০ ডিগ্রী
১০০ ডিগ্রী
Description (বিবরণ) :
প্রশ্ন: আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে ---
ব্যাখ্যা:
বহুভুজের বহিঃস্থ কোনসমূহের সমষ্টি ৩৬০° ।
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ সমান।
অতএব, একটি বহিঃস্থ কোণ = ৩৬০/৮ = ৪৫° ।
Related Question
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----
৪ এপ্রিল, ১৯৪৯
৩ জানুয়ারি, ১৯৫৪
২৬ মে ১৯৫৫
১ ফেব্রুয়ারি, ১৯৫৬
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
হরমুজ
জিব্রাল্টার
বসফরাস
দার্দানেলিস
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে"
কারারুদ্ধ
হতভাগ্য
সৌভাগ্যবান
কোনটিই নয়
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-
সুয়েজ খাল
পানামা খাল
বেরিং প্রণালী
জর্ডান নদী