মিশর কোন মহাদেশে অবস্থিত?

এশিয়া

আফ্রিকা

ইউরোপ

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: মিশর কোন মহাদেশে অবস্থিত?

ব্যাখ্যা:

মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত।

মিশর আফ্রিকা মহাদেশের উত্তর - পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র।

এর পূর্ণ সরকারী নাম মিশর আরব প্রজাতন্ত্র। প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো। মিশরের আয়তন প্রায় ১০, ০১, ৪৫০ বর্গকিলোমিটার।


Related Question

মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল ------

১৯৫৬ সালে

১৯৫৫ সালে

১৯৫৪ সালে

১৯৫৩ সালে

'মিশর' কোন মহাদেশে অবস্থিত?

এশিয়া

আফ্রিকা

আমেরিকা

ইউরোপ

মিশরের সবচেয়ে বড় পিরামিড় 'গির্জার' উচ্চতা কত?

৪৮০ ফুট

৪৮৭ ফুট

৪৮১ ফুট

৪৮৫ ফুট

'মিশর' কোন মহাদেশে অবস্থিত ?

আফ্রিকা

এশিয়া

আমেরিকা

মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?

জেনেভা চুক্তি

প্যারিস চুক্তি

ক্যাম্প ডেভিড চুক্তি

তাসখন্দ চুক্তি