শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?

কুয়েত

ওমান

কাতার

জর্ডান


Description (বিবরণ) :

প্রশ্ন: শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?

ব্যাখ্যা:

সাবাহ আল - আহমেদ আল - জাবের আল সাবাহ ছিলেন কুয়েতের আমির।

এবং কুয়েত সামরিক বাহিনীর কমান্ডার ।

তিনি জাতীয় সংসদ কর্তৃক নিশ্চিত হওয়ার পরে ২৯ শে জানুয়ারি ২০০৬ সালে শপথ গ্রহণ করেছিলেন এবং ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।


Related Question

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

১ মার্চ ১৯১৯ খৃঃ

১৭ মার্চ ১৯২০ খৃঃ

১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ

২১ জুন ১৯৪১ খৃঃ

কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

টাইম

ইকোনোমিস্ট

নিউজ উইক্‌স

ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্‌লি

বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?

১০ জানুয়ারি ১৯৭২

১৬ ডিসেম্বর ১৯৭১

৭ মার্চ ১৯৭১

৩ মার্চ ১৯৭১