ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

বিভক্তি

কারক

ধাতু

প্রত্যয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

ব্যাখ্যা:

ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে।

যেমন - পড়িব = √পড় + ইব।

এখানে, √পড় হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু।

ক্রিয়ার ধাতু বা মূল বোঝাতে √চিহ্ন ব্যবহৃত হয়।


Related Question

বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

বিশেষণ পদের

অব্যয় পদের

নাম পদের

ক্রিয়া বিশেষণ পদের

ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়____

বিভক্তি

ধাতু

প্রত্যয়

কৃৎ

ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

বিভক্তি

কারক

ধাতু

প্রত্যয়

ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

যতি

ধাতু

উক্তি

প্রকৃতি