চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ের জন্য বাদুড় কি ব্যবহার করে?

শব্দের তরঙ্গ

শ্রাব্যতার তরঙ্গ

শব্দোত্তর তরঙ্গ

উপরের সবগুলো


Description (বিবরণ) :

প্রশ্ন: চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ের জন্য বাদুড় কি ব্যবহার করে?

ব্যাখ্যা:

বাদুড় প্রতিধ্বনি ব্যবহার করে পথ চলে।

এক্ষেত্রে চলার সময় এটি প্রায় 1, 00, 000 Hz এর শব্দোত্তর তরঙ্গ ( ultra sound) উৎপন্ন করে।


Related Question

'পথ চলার খরচ'-- কথাটির সংক্ষিপ্ত রূপ---

হাত খরচ

পাথেয়

পার্থিব

খোরাকি