”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

বিশেষ্য

বিশেষণ

অব্যয়

বিশেষণের ‍বিশেষণ


Description (বিবরণ) :

প্রশ্ন: ”এ এক বিরাট সত্য” এখানে “সত্য” কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা:

পদ প্রধানত দুই প্রকার।

সব্যয় পদ ও অব্যয় পদ।

সব্যয় পদ চার প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।

এ এক বিরাট সত্য - এ বাক্যে 'সত্য' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে।