”মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?

আলগীর কবির

তারেক মাসুদ

হুমায়ূদ আহমেদ

মোস্তফা সারয়ার ফারুকী


Description (বিবরণ) :

প্রশ্ন: ”মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?

ব্যাখ্যা:

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ( ১৯৫৬ - ২০১১) এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না।

ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় পরিচালকের বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত মাটির ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।


Related Question

”মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?

আলমগীর কবির

তারেক মাসুদ

হুমায়ুন আহমেদ

মোস্তফা সরোয়ার ফারুকী