সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার
পুর + কার
পুর +শকার
পুরঃ + কার
পুরস + কার
Description (বিবরণ) :
প্রশ্ন: সন্ধি বিচ্ছেদ করুন -- পুরস্কার
ব্যাখ্যা:
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন( ক,খ,প,ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ) হয়।
পুরঃ + কার = পুরস্কার।
Related Question
'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----
রত্না + কর
রত্ন + কর
রত্না + আকার
রত্ন + আকর
'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
বি + আর্থ
ব্য + অর্থ
বি + অর্থ
ব্যা + অর্থ
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ------
ষড় + ঋতু
ষড়ু + ঋতু
ষট + ঋতু
ষট্ + ঋতু
‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-
সং+গীত
সম্+গীত
সং+গিত
সম্+গিত
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
প্রাতঃ+আস
প্রাতঃ+রাশ
প্রাতঃ+আশ
প্রাত+রাশ
‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দম+শন
দম+সন
দম+ষন
দঙ+শন