”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বেগম সুফিয়া কামাল
কোনোটি নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ”মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা” চরণটি কার লিখা?
ব্যাখ্যা:
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - চরণটি কবি অতুল প্রসাদ সেনের লেখা।
যা অপশন এ নেই।
Related Question
”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে?
রামনিধি গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
অতুল প্রসাদ সেন
সত্যেন্দ্র নাথ দত্ত