”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
শ্রীলঙ্কা
পশ্চিমবঙ্গ
ভুটান
নেপাল
Description (বিবরণ) :
প্রশ্ন: ”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
ব্যাখ্যা:
”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় ।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
Related Question
বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ”চর্যাপদ” পাওয়া যায়‘
কলিকাতায়
ঢাকায়
ভুটানে
নেপালে
”চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়-
১৯০৭ সালে
১৯১৬ সালে
১৯২১ সালে
১৯২৩ সালে
”চর্যাপদ” কোন ছন্দে লেখা?
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
কোনোটিই নয়
”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?
১৯০৯
১৭৯৮
১৯০৭
১৭০৯