সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

ক্যাপ্টেন হকিন্স

এডডয়ার্ডস

স্যার টমাস রো

উইলিয়াম কেরি


Description (বিবরণ) :

প্রশ্ন: সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

ব্যাখ্যা:

সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত - ক্যাপ্টেন হকিন্স।

বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিন্স। ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কয়েক বছর পর হকিন্সকে ‘হেক্টর’ জাহাজের দায়িত্ব দেওয়া হয়।

১৬০৮ সালে এ জাহাজে করেই তাঁর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদল প্রথম ভারতীয় উপকূলে (সুরাট) পৌঁছে।

ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে তিনি আগ্রায় মোগল সম্রাট (চতুর্থ) জাহাঙ্গীরের দরবারে হাজির হন। এর পরই ইংরেজদের বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দেওয়া হয়।


Related Question

কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

বাবর

হুমায়ুন

আকবর

জাহাঙ্গীর

কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মানের অনুমতি দেয়?

সম্রাট জাহাঙ্গীর

সম্রাট শাহজাহান

সম্রাট আওরঙ্গজেব

সম্রাট ফররুখ শিয়র

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?

ব্রাহ্মণবাড়িয়া

চট্টগ্রাম

মুর্শিদাবাদ

কোলকাতা

ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?

ওয়াটার লু নামক স্থানে

দ্বীপ এনাবার্তে

ভার্সাই নগরীতে

সেন্ট হেলেনা দ্বীপে

"সাহিত্য সম্রাট" কার উপাধি?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়