যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----
চন্দ্রগ্রহণ
সূর্যগ্রহণ
অমাবস্যা
পূর্ণিমা
Description (বিবরণ) :
প্রশ্ন: যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----
ব্যাখ্যা: পূর্ণিমার তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখার এলে সূর্যের আলো পৃথিবীর বাধার জন্য চাঁদের ওপর পড়তে না পারলে সাময়িকভাবে চাঁদকে দেখা যায় না, একে চন্দ্রগ্রহণ বলে। অপর পক্ষে অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থানের জন্য সূর্যের আলো চাঁদের বাধার কারণে পৃথিবীতে আসতে পারে না তাই সূর্যকে দেকা যায় না। একে সূর্যগ্রহণ বলা হয়।
Related Question
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে?
চন্দ্রগ্রহণ
সূর্যগ্রহণ
অমাবস্যা
পূর্ণিমা
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় ----
সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ
অমাবস্যা
কোনোটিই নয়
যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় ---
সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ
পূর্ণিমা
অমাবস্যা
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় ---
সূর্যগ্রহণ
চন্দ্র গ্রহণ
অমাবস্যা
কোনটিই নয়