তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

নিকেল

টিন

সিসা

দস্তা (জিঙ্ক)


Description (বিবরণ) :

প্রশ্ন: তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

ব্যাখ্যা: পিতল একটি সংকর ধাতু । পিণ্ড দস্তা বা জিঙ্ক গলিত তামার সঙ্গে মিশিয়ে ছাঁচে ফেলে অথবা রোলিং (rolling), এক্সট্রুডিং (extruding), পিটানো (forging) অথবা অন্যান্য প্রক্রিয়ায় বিলেটের (billet) মধ্যে ঢেলে প্রস্তুত করা হয়। তামার সাথে টিন মেশালে ব্রোঞ্জ হয়।