চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

চণ্ডীমঙ্গল

মনসামঙ্গল

ধর্মমঙ্গল

অন্নদামঙ্গল


Description (বিবরণ) :

প্রশ্ন: চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ব্যাখ্যা: মঙ্গলকাব্যগুলোর মধ্যে মনসাঙ্গল প্রাচীনতম। সাপের দেবী মনসার পূজা প্রচারের কাহিনীই এ কাব্যের বিষয়বস্তু। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ও মনসা দেবী। চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডীমঙ্গল কাব্য হলো চণ্ডী ( পার্বতীর রুপভেদ) দেবীকে অবলম্বন করে রচিত মঙ্গলাকব্য। ধর্মমঙ্গল হলো পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম,বর্ধমান, বাকুঁড়া মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে ধর্মঠাকুর বা ধর্ম নামের যে দেবতাকে নিম্নশ্রেণী ও কোথাও কোথাও উচ্চশ্রেণীর হিন্দুরা পূজা করত, সেই কাহিনী অবলম্বনে রচিত কাব্য। এ কাব্যের মূল চরিত্রগুলো হলো - হরিশ্চন্দ্র, মদনা, লুইচন্দ্র, কর্ণসেন ,গৌড়েশ্বর, লাউসেন । অন্নদামঙ্গল হলো দেবী অন্নদার মাহাত্ম্য প্রচারে ভবানন্দ মজুমদারের জীবন নিয়ে রচিত কাব্য । কবি ভারতচন্দ্র রায়গুনাকর রচিত এ কাব্যের মূল চরিত্রগুলো হলো ভবানন্দ, হরিহোড়, মানসিংহ ,ঈশ্বরী পাটনী।


Related Question

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

চন্ডীমঙ্গল

মনসামঙ্গল

ধর্মমঙ্গল

অন্নদামঙ্গল

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র

চন্ডীমঙ্গল

মনষামঙ্গল

ধর্মমঙ্গল

অন্যদামঙ্গল

চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?

চন্ডীমঙ্গল

ধর্মমঙ্গল

অন্নদামঙ্গল

মনসামঙ্গল

'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?

চন্ডীমঙ্গল

মনসামঙ্গল

ধর্মমঙ্গল

অন্নদামঙ্গল

কোনটিই নয়