কখনো উপন্যাস লেখেননি ----

কাজী নজরুল ইসলাম

জীবনানন্দ দাশ

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু


Description (বিবরণ) :

প্রশ্ন: কখনো উপন্যাস লেখেননি ----

ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত(১৯০১ - ১৯৬০ খ্রি.) আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি অনেক কবিতা ও গদ্য রচনা করলেও কোনো উপন্যাস রচনা করেননি। কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬ খ্রি.) রচিত উপন্যাস হলো বাঁধনহহারা (১৯২৭) , মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১) । পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬খ্রি.) রচিত উপন্যাস হলো বোবা কাহিনী (১৯৬৪) । কবি ও কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪ খ্রি.) রচিত উপন্যাস হলো সাড়া (১৯৩০) সানন্দা (১৯৩৩) ,নির্জন স্বাক্ষর (১৯৫১), তিথিডোর (১৯৫২), নীলাঞ্জনের খাতা (১৯৬০) ইত্যাদি।


Related Question

কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি ?

মেঘের পানির কণা খুবই উত্তপ্ত হয়ে যায়

মেঘে পানিকণারর চেয়ে ক্লোরিনের পরিমান বেশি হয়ে গেলে

মেঘের পানির কণার সাথে বাতাসের ভাসমান রাসাউওনিক পদার্থের বিক্রিয়ার ফলে

মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়

কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?

থাইল্যান্ড

মিয়ানমার

ইন্দোনেশিয়া

মালয়েশিয়া

কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না?

যুক্তরাষ্ট্র

জার্মানি

সৌদি আরব

জর্জিয়া

'যা কখনো নষ্ট হয় না' - বাক্যটির সংকোচিত রুপ-

অনষ্টভাব

অবিনশ্বর

অবিনষ্ট

অনাহত

'সে বলল যে, সে কখনো এখানে আসবে না।' বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?

He said that he will never come here

He said that he would never come here

He told that he will never come here

He was said that he would never come here