নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -----

কল্যাণীয়াষু

সুচরিতেষু

শ্রদ্ধাস্পদাসু

প্রীতিভাজনেষু


Description (বিবরণ) :

প্রশ্ন: নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -----

ব্যাখ্যা: পত্রের উপরাংশে বাম পাশে যাকে পত্র লেখা হয় তাকে যে সম্বোধন করে পত্রের মূল বক্তব্য আরম্ভ করা হয় তাকে সম্ভাষণ বলে। পত্র প্রাপকের শ্রেণীভেদে সম্ভাষণ বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত সম্বোধনে পুরুষের ক্ষেত্রে, দোয়াবরেষু, দোয়াবর, কল্যাণরেষু, কল্যাণীবরেষু, পরম কল্যাণীয়াষু, বন্ধু - বান্ধবদের ক্ষেত্রে সুহৃদবরেষু, প্রিয় , প্রিয়বরেষু, প্রিয়বন্ধুবরেষু, প্রীতিভাজনেষু, সুচরিতেষু , সুচরিতাষু ইত্যাদি এবং গুরুজনদের ক্ষেত্রে শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু (পং), শ্রদ্ধাস্পদাষু (স্ত্রী) ইত্যাদি।


Related Question

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____

কল্যাণীয়েষু

সুচরিতেষু

শ্রদ্ধাস্পদাসু

প্রীতিভাজনেসু

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ---

কল্যাণীয়াসু

কল্যাণবরেষু

শ্রদ্ধাস্পদেষু

শ্রদ্ধাস্পদেসু

অবীরা বলতে কোন নারীকে বুঝায়?

যে স্বামীর বশীভূত

যার পুত্র হয়নি

যার স্বামী, পুত্র নেই

যার বিয়ে হয়নি

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে?

মৃত্যুদণ্ড

১৪ বছর সশ্রম কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড

মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড