যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ----

দ্বন্দ্ব সমাস

অব্যায়ীভাব সমাস

কর্মধারয় সমাস

নিত্য সমাস


Description (বিবরণ) :

প্রশ্ন: যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ----

ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। কাঁচা - পাকা ইত্যাদি। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাবে সমাস বলে। যেমন - কূলের সমীপে = উপকূল , আমিষের অভাব = নিরামিষ ইত্যাদি। আবার, যে সমাসে প্রথম পদটি দ্বিতীয় পদের বিশেষণরুপে অবস্থান করে এবং সমস্তপদে পরপদ তথা দ্বিতীয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে আকাশ = নীলাকাশ।


Related Question

যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?

দ্বন্দ্ব সমাস

রূপক সমাস

বহুব্রীহি সমাস

দ্বিগু সমাস

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় --

নিত্য সমাস

দ্বন্দ্ব সমাস

কর্মধারয় সমাস

অব্যায়ীভাব সমাস

যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে?

নিত্য সমাস

প্রাদি সমাস

দ্বন্দ সমাস

অলুক সমাস

'রক্তাশোক' যে সমাসের উদাহরণ-

কর্মধারয়

তৎপুরুষ

বহুব্রীহি

দ্বন্দ

যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-

দ্বন্দ্ব সমাস

রূপক সমাস

বহুব্রীহি সমাস

দ্বিগু সমাস

'আনন্দাশ্রু' যে সমাসের উদাহরণ -

দ্বন্দ্ব

দ্বিগু

নিত্য

কর্মধারয়