মডেম এর মধ্যে কি থাকে
একটি মডুলেটর
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
একটি এনকোডার
Description (বিবরণ) :
প্রশ্ন: মডেম এর মধ্যে কি থাকে
ব্যাখ্যা:
মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
মডেম (মড্যুলেটর - ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।
এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
Related Question
মডেম এর মধ্যে থাকে_
একটি মডুলেটর
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
একটি এনকোডার