এক ব্যক্তির বেতন ২০% হারে বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে ৬০০০ টাকা। বৃদ্ধির পূর্বে তার বেতন ছিল কত টাকা?
৪৮০০
৫০০০
৫২০০
৫৫০০
Description (বিবরণ) :
প্রশ্ন: এক ব্যক্তির বেতন ২০% হারে বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে ৬০০০ টাকা। বৃদ্ধির পূর্বে তার বেতন ছিল কত টাকা?
ব্যাখ্যা:
২০
বর্তমান বেতন ১২০ টাকা টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
'' '' ৬০০০ '' '' '' '' '' (১০০*৬০০০)/১২০ = ৫০০০ টাকা
Related Question
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
২০,০০০
২২,৫০০
২৫,০০০
৩০,০০০
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
১২৮০ টাকা
১২৮১ টাকা
১৩১০ টাকা
১৩১১ টাকা
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
২০,০০০
২২,৫০০
২৫,০০০
৩০,০০০
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
১০০০ টাকা
৮০০ টাকা
৭০০ টাকা
৬০০ টাকা
সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ার এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
৩০০ টাকা
৫০০ টাকা
৬০০ টাকা
৯০০ টাকা