'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ভূতনী
পেত্নী
মেয়ে ভূত
ভূতিনী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'ভূত' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ব্যাখ্যা:
ভূত শব্দের অর্থ - অদৃশ্য আত্মা বিশেষ । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
পেত্নী শব্দের অর্থ - প্রেতিনী,স্ত্রী ভূত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং স্ত্রীবাচক শব্দ।
তাই ভূত শব্দের স্ত্রীবাচক শব্দ পেত্নী।
Related Question
'প্রভাত চিন্তা ', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভূতি গ্রন্থের রচয়িতা ------
কালীপ্রসন্ন সিংহ
কালীপ্রসন্ন ঘোষ
কৃষ্ণচন্দ্র মজুমদার
এস ওয়াজেদ আলী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি?
পদশব্দ
আরণ্যক
রজনী
অসম বৃক্ষ
কোনটি পানিতে দ্রবীভূত হত না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বনেট
সমুদ্রের লবণাক্ত পানিতে শতকরা কত ভাগ NaCl দ্রবীভূত অবস্থায় থাকে?
০.২৫%
২.৫৬%
৫%
১%
একটি স্নয়ুকোষে স্নায়ু অনুভূতি পরিবহনের সঠিক গতিপথ কোনটি?
অ্যাক্সন-কোষদেহ-ডেনড্রাইট
কোষদেহ - ডেনড্রাইট অ্যাক্সন
ডেনড্রাইট - কোষদেহ-অ্যাক্সন
ডেনড্রাইট - অ্যাক্সন- কোষদেহ
হ্যালির ধুমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর?
৬৬ বছর
৭০ বছর
৭৬ বছর
৮০ বছর