'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
জীবনানন্দ দাশ
জহির রায়হান
মাইকেল মধুসূদন দত্ত
মীর মোশাররফ হোসেন
চণ্ডিদাস
Description (বিবরণ) :
প্রশ্ন: 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
ব্যাখ্যা:
'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের রচনা।
ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।
Related Question
'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা ?
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাশ
জসীম উদ্দীন
ফররুখ আহমদ