ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -
দুর্গেশ নন্দিনী
রায় নন্দিনী
নূরনামা
কপাল কুন্ডলা
Description (বিবরণ) :
প্রশ্ন: ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -
ব্যাখ্যা:
ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - রায় নন্দিনী।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন।
তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা:
রায়নন্দিনী (১৯১৫),
তারাবাঈ (১৯১৬),
ফিরোজা বেগম (১৯১৮),
নূরউদ্দীন (১৯১৯),
জাহানারা (১৯৩১)।
Related Question
ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
রাজশাহী
রংপুর
কুষ্টিয়া
সিরাজগঞ্জ
ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহন করেন-
১৮৯৯
১৮৮০
১৮৮১
১৮৮২
কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?
বাংলার মিল্টন
পদাতিকের কবি
তর্করত্ন
স্বপ্নাতুর কবি
ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ__
দুর্গেশনন্দিনী
নূরনামা
কপাল কুণ্ডলা
রায়নন্দিনী
ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
অমিয়ধারা
কুসুমকানন
গীতাঞ্জলি
অনল প্রবাহ