ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -

দুর্গেশ নন্দিনী

রায় নন্দিনী

নূরনামা

কপাল কুন্ডলা


Description (বিবরণ) :

প্রশ্ন: ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -

ব্যাখ্যা:

ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - রায় নন্দিনী।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন।

তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।

তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা:

রায়নন্দিনী (১৯১৫),

তারাবাঈ (১৯১৬),

ফিরোজা বেগম (১৯১৮),

নূরউদ্দীন (১৯১৯),

জাহানারা (১৯৩১)।


Related Question

ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?

রাজশাহী

রংপুর

কুষ্টিয়া

সিরাজগঞ্জ

কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?

বাংলার মিল্টন

পদাতিকের কবি

তর্করত্ন

স্বপ্নাতুর কবি

ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ__

দুর্গেশনন্দিনী

নূরনামা

কপাল কুণ্ডলা

রায়নন্দিনী

ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি?

অমিয়ধারা

কুসুমকানন

গীতাঞ্জলি

অনল প্রবাহ