কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্তৃবাচ্য

কর্তৃকর্মবাচ্য


Description (বিবরণ) :

প্রশ্ন: কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ?

ব্যাখ্যা:

কোথায় যাওয়া হচ্ছে? - - এটি ভাববাচ্যের উদাহরণ।

ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।

যেমন -

আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)

তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)

এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)


Related Question

'কোথায় যাওয়া হচ্ছে? - এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্তৃবাচ্য

কর্তৃকর্ম বাচ্য

'কোথায় যাওয়া হছে'? এটি কোন বাক্যের উদাহরন?

ভাববাচ্য

কর্মবাচ্য

কর্তৃবাচ্য

কর্তৃকর্মবাচ্য