Identify the correct synonym for the word 'insane'

stupid

crazy

senseless

indolent


Description (বিবরণ) :

প্রশ্ন: Identify the correct synonym for the word 'insane'

ব্যাখ্যা:

Insane অর্থ পাগল; শব্দটির synonym বা সমার্থক জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে প্রদত্ত option - গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত stupid অর্থ নির্বোধ। option (b) তে প্রদত্ত crazy অর্থ উন্মত্ত। option (c) তে প্রদত্ত senseless অর্থ অচেতন এবং option (d) তে প্রদত্ত indolent অর্থ অলস। সুতরাং সঠিক উত্তর (b) কারণ crazy বা উন্মত্ত শব্দটি Insane বা পাগলের সমার্থক।