A person who writes about his own life-

A biography

A diary

A chronicle

An autobiography


Description (বিবরণ) :

প্রশ্ন: A person who writes about his own life-

ব্যাখ্যা:

প্রদত্ত প্রশ্নে বলা হচ্ছে ‘যে ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে লেখালেখি করে তাকে কি বলা হয়’। প্রদত্ত option - গুলোর মধ্যে option (a) তে দেয়া আছে boigraphy যার অর্থ জীবনী। আবার option (b) তে দেয়া আছে diary যার অর্থ দিনলিপি। আবার অর্থ option (c) তে দেয়া আছে chronicle যার অর্থ ঘটনাপঞ্জি। অন্যদিকে, option (d) তে দেয়া আছে autobiography, যার অর্থ আত্মজীবনী। সুতরাং প্রদত্ত option - গুলোর মধ্যে option (d) সঠিক।