'নীল দর্পণ' নাটকের নাট্যকার কে?

মাইকেল মধুসূধন দত্ত

দীনবন্ধু মিত্র

গিরিশ ঘোষ

মুনীর চৌধুরী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'নীল দর্পণ' নাটকের নাট্যকার কে?

ব্যাখ্যা:

দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ''সধবার একাদশী''বিয়ে পাগলা বুড়ো। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক কমলে কামিনী। নাটক ছাড়াও দুখানি কাব্যগ্রন্থও দীনবন্ধু রচনা করেছিলেন – দ্বাদশ কবিতা (১৮৭২) ও সুরধুনী কাব্য (প্রথম ভাগ – ১৮৭১ ও দ্বিতীয় ভাগ – ১৮৭৬) ।


Related Question

' নীল দর্পণ' নাটকটির বিষবস্তু কি?

নীলকরদের অত্যাচার

ভাষা আন্দোলন

অসহযোগ আন্দোলন

তে-ভাগা আন্দোলন

"নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?

জহির রায়হান

মুনীর চৌধুরী

কাজী নজরুল ইসলাম

দীনবন্ধু মিত্র