বৃষ্টি পড়ে টাপুর টুপুর ।-এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
বিশেষ্য
ক্রিয়া
অব্যয়
সর্বনাম
Description (বিবরণ) :
প্রশ্ন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর ।-এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
ব্যাখ্যা:
অব্যয় ব্যাকরণে বর্ণিত পদ বিশেষ। বিভিন্ন ভাষায় অব্যয়ের প্রকৃতি শব্দানুসারে বিভিন্নভাবে নির্ধারিত হয়। বাংলা ব্যাকরণ মতে– বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি - বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
Related Question
' বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' ---- এখানে ' টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধবন্যাত্নক শব্দ
দ্বিরুক্ত শব্দ
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?
শব্দের দ্বিরুক্তি
ধনাত্মক দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
ছড়ার শব্দ
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান' -কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
মাত্রাবত্ত
অমিত্রাক্ষর
অক্ষরবৃত্ত
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান”- কোন ছন্দে রচিত?
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অমিত্রাক্ষর
”বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান”- কোন ছন্দভুক্ত?
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
”বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান” কার রচনা?
যতীন্দনাথ সেন
রজনীকান্ত
রবীন্দ্রনাথ
জসীমউদ্দীন