'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে?
আবদুল হামিদ
শেখ চাঁদ
মীর মুহম্মদ শফী
মুহম্মদ আকিল
Description (বিবরণ) :
প্রশ্ন: 'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে?
ব্যাখ্যা:
শেখ চাঁদ (আনু. ১৬৫০ - ১৭২৫) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তিনি কুমিল্লার অধিবাসী ছিলেন। তাঁর কাব্যসমূহের শতাধিক অনুলিপি কুমিল্লা ও তৎসংলগ্ন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। লালমাই রেল স্টেশনের প্রায় আট মাইল দক্ষিণ - পশ্চিমে বাকসারে কবির সমাধি আছে। তাঁর পিতার নাম ফাতে মুহম্মদ, ওস্তাদের নাম নওয়াব আলী এবং পীরের নাম শাহ দৌলাহ।