The man died ____ over eating

by

of

for

from


Description (বিবরণ) :

প্রশ্ন: The man died ____ over eating

ব্যাখ্যা:

Die অর্থাৎ মৃত্যুবরণ করা বা মারা যাওয়া। এই verd - টির সাথে বিভিন্ন preposition সংযুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। স্বাভাবিক মৃত্যু বা রোগে মারা গেলে die - এর পর of হয়। দেশের জন্য মারা গেলে for হয় এবং কোনো কারণে মৃত্যু হলে Die from হয়। যেমন: The man died from over eating. সুতরাং সঠিক উত্তর (d).