স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?

সুজনেষু

সুজনেসু

সুজনীয়াসু

সুজনিয়াষু


Description (বিবরণ) :

প্রশ্ন: স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?

ব্যাখ্যা:

পত্র লেখার শুরুতে পত্রের বামদিকে প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সম্বোধন বা সম্ভাষণ লিথতে হয় পত্রদাতার সঙ্গে প্রাপকের সম্পর্ক অনূসারে এবং পত্র - প্রাপকের মান,মর্যাদা, এবং সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী সম্বোধনসূচক শব্দ নির্বাচন করতে হয়।ধর্মসম্প্রদায় অনুসারে এই সম্বোধন বা সম্ভাষণসূচক শব্দের পার্থ্যক্য হতে পারে যেমন :

ব্যক্তিগত পত্রের সম্ভাষণ রীতি :

শ্রদ্ধাভাজন(পুরুষ): শ্রদ্ধাস্পদেষু,পরম শ্রদ্ধাভাজন,মাননীয়,মান্যবরেষু,মান্যবর,শ্রদ্ধাভাজনেষু ইত্যাদি

শ্রদ্ধাভাজন (মহিলা): মাননীয়া,মাননীয়াসু,শ্রদ্ধেয়া,শ্রদ্ধাস্পদাসু ইত্যাদি

সম্ভ্রান্ত ব্যক্তি : সুধী,মান্যবর,সৌম্য ইত্যাদি

সমবয়স্ক প্রিয়জন /বন্ধু (মহিলা) : সুচরিতাসু , সুজনীয়াসু, প্রীতিভাজনীয়াসু ,প্রীতিনিলয়াসু ,সুহৃদয়াসু ইত্যাদি

বয়:কনিষ্ঠ (ছেলে): কল্যাণীয়া,কল্যাণীয়াসু, স্নেহাস্পদেষু ,স্নেহভাজনেষু স্নেহের প্রিয়, প্রীতিভাজনেষু ,প্রীতিনিলয়েষু

বয়:কনিষ্ঠ (মেয়ে) : কল্যাণীয়া ,কল্যাণীয়াসু স্নেহের,স্নেহভাজনীয়া,স্নেহভজনীয়াসু ইত্যাদি


Related Question

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

পর্তুগিজ ভাষা থেকে

আরবি ভাষা থেকে

দেশী ভাষা থেকে

ওলন্দাজ ভাষা থেকে

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

Choose the correct sentence.

I asked Javed had he passed

I asked Javed if he had passed

I asked Javed if you had passed

I asked Javed that had he passed