Have patience in danger. (বাংলায় অনুবাদ কর)

বিপদ একা আসে না।

বিপদে ধৈর্য ধারণ কর।

ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না।

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: Have patience in danger. (বাংলায় অনুবাদ কর)

ব্যাখ্যা:

ভাষান্তর বা অনুবাদ একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা", এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে "লক্ষ্য ভাষা" বলা হয়। অর্থাৎ উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষায় ভাষাগত উপাদান এবং যোগ্যতার (বিষয়, বক্তব্য, ভঙ্গি ইত্যদি) দ্বারা পাঠ নির্ণয় করার রূপান্তরের প্রক্রিয়াই ‘ভাষানুবাদ’।