"কবর" কবিতার কবি কে?
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রহমান
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
Description (বিবরণ) :
প্রশ্ন: "কবর" কবিতার কবি কে?
ব্যাখ্যা:
কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু'দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে।