বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে-

চোখে দেখে

ঘ্রাণ শক্তির মাধ্যমে

আলট্রাসোনিক শব্দের মাধ্যমে

সবগুলোই ঠিক


Description (বিবরণ) :

প্রশ্ন: বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে-

ব্যাখ্যা:

যে তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ Hz এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর (Ultrasonic) তরঙ্গ বলে। বাদুড়ের শ্রাব্যতার সীমা 1,00,000 Hz। আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে জীবাণু ধ্বংস, তাপ উৎপন্ন, সমুদ্রের গভীরতা নির্ণয়, পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজকে পথ প্রদর্শন ইত্যাদি করা হয়।


Related Question

বাদুড় রাতের বেলা চলাফেরার সময় দিক নির্ণয় করে--

চোখে দেখে

আলট্রাসনিক শব্দের মাধ্যমে

ঘ্রাণশক্তির মাধ্যমে

সবগুলোই