রান্না করার হাড়িপাতিল সাধরণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

এটি হালকা ও দামে সস্তা

এটি সবদেশেই পাওয়া যায়

এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

এটি সহজে ভেঙে যায় না


Description (বিবরণ) :

প্রশ্ন: রান্না করার হাড়িপাতিল সাধরণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

ব্যাখ্যা:

রান্না করার হাড়ি - পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোন রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে এবং এটি সহজলভ্য । তাপ পরিবাহক হিসেবে স্টিলের চেয়ে অ্যালুমিনিয়াম অনেকগুণে বেশি ভালো। আর লোহায় মরিচা ধরে, অ্যালুমিনিয়ামে ধরে না। সে হিসেবে অ্যালুমিনিয়াম প্রিফারেবল।


Related Question

রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -----

এটি হালকা ও দামে সস্তা

এটি সব দেশেই পাওয়া যায়

এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

রান্না করার হাড়ি -পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়-- এর প্রধান কারণ--

এটি হালকা ও দামে সস্তা

এটি সব দেশেই পাওয়া যায়

এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

এটি সহজ ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত সাদ ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক , কারণ __

এটি হাল্কা ও দামে সস্তা

এটি সব দেশেই পাওয়া যায়

এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে