কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়?

সুকান্ত

মুকুন্দ দাস

আবদুল করিম

গোবিন্দ চন্দ্র দাস

আলাওল


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়?

ব্যাখ্যা:

গোবিন্দচন্দ্র দাস একজন বাঙালি স্বভাব কবি তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে


Related Question

বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

ভারতচন্দ্র

কানাহরি দত্ত

বিহারীলাল চক্রবর্তী

কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?

দিজেন্দ্রলাল রায়

মাইকেল মধুসূদন দত্ত

সত্যেন্দ্রনাথ দত্ত

আহসান হাবীব

ছন্দের যাদুকর বলা হয় কোন কবিকে?

সত্যেন্দ্রনাথ দত্ত

কাজী নজ্রুল ইসলাম

মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

কোন কবিকে 'বিদ্রোহী কবি' বলা হয় ?

কাজী নজরুল ইসলাম

হেলাল হাফিজ

সুভাষ মুখোপাধ্যায়

সুতান্ত ভট্টাচার্য

কোন কবিকে ভারত সরকার ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে?

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

দ্বিজেন্দ্রলাল রায়

কোনটিই নয়

‘ছন্দের জাদুকর’ বলা হয় কোন কবিকে

সত্যেন্দ্রনাথ দত্ত

কৃষ্ণচন্দ্র মজুমদার

হেমচন্দ্র বন্দোপধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর